ওয়েব ডেস্ক : অশান্ত পাহাড়। আন্দোলন-পাল্টা আন্দোলনে এবার সমস্যায় পর্যটন। গোর্খাল্যান্ডকে সমর্থন করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে তাই অবরোধের মুখে পড়ল সিকিমগামী বাস, গাড়ি। পবন চামলিংয়ের সক্রিয়তায় রুষ্ট রাজ্যও। পাল্টা চিঠি পাঠানো হচ্ছে রাজনাথ সিংয়ের কাছে।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দার্জিলিংয়ের অশান্তিতে যেচে জড়িয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী। গোর্খল্যান্ডের সমর্থনে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এবার পাল্টা আন্দোলনের মুখে পড়ল তাঁরই সরকারি পরিবহণ। শিলিগুড়ির SNT বাসস্ট্যান্ড। পর্যটক নিয়ে সিকিমের সরকারি বাসগুলি এখান থেকেই ছাড়ে। কিন্তু, শুক্রবার সকাল থেকে একটি বাসও ছাড়েনি। অবরোধ করে সমতলের গাড়ি চালকদের সংগঠন।


দুপুরে ৩১ নম্বর জাতীয় সড়কে সিকিমগামী সমস্ত গাড়ি আটকে দেন অবরোধকারীরা। পুলিস অবরোধ তুললেও, আন্দোলন চালিয়ে যাবে সমতলের গাড়ি চালকদের সংগঠন। গোর্খাল্যান্ড ইস্যুতে সিকিমের মুখ্যমন্ত্রীর আগ বাড়িয়ে ওকালতি ভালভাবে নিচ্ছে না রাজ্যও। এক রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নাক গলানো কাম্য নয়। রাজনাথ সিংয়ের কাছে পাল্টা চিঠিতে এই অভিযোগই জানাতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।


আরও পড়ুন, গোর্খাল্যান্ডের সমর্থনে রাজনাথ সিংকে চিঠি দিলেন পবন চামলিং