নিজস্ব প্রতিবেদন:   বিহার থেকে অসমে নিম্নচাপ অক্ষরেখার জের।  রবিবার রাতে রাতভর শহরে ঝড়, সঙ্গে হালকা বৃষ্টি।   সোমবারও রাজ্যজুড়ে বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা কোচবিহারের নার্সিংহোমে


সোমবার দিনভর মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। নিম্নচাপ অক্ষরেখার জন্য তাপমাত্রার পারদও চড়বে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।  


আরও পড়ুন: প্রেমের অভিনয়, মোটা টাকার লোভ দেখিয়ে গৃহবধূকে ফুঁসলিয়ে পাচার যুবকের


রবিবার ঝড়বৃষ্টির দাপটে মেদিনীপুরে বার্জটাউন এলাকা বিপর্যস্ত। ভেঙে পড়ে শপিং মলের সামনের অংশ। লণ্ডভণ্ড হয় রাজ্য হস্তশিল্প মেলা। হুগলিতেও থাকে ঝোড়ো হাওয়ার দাপট।  সোমবার বিক্ষিপ্ত ঝিরঝিরে বৃষ্টি  হবে উত্তরবঙ্গে।  হালকা বৃষ্টি হবে রাজ্য জুড়ে। রাতে বৃষ্টি আলিপুরদুয়ারে।