নিজস্ব প্রতিবেদন: বিছানায় ঘুমোচ্ছিলেন স্বামী, সেই অবস্থাতেই তাঁকে বেঁধে আগুন লাগিয়ে দেয় স্ত্রী। ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় লক্ষ্মী প্রামাণিকের (৩৬)। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের সালেপুর ২ নং অঞ্চলের ডহরকুণ্ড এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই কাজ করেছে মৃতের স্ত্রী ময়না। ঘটনায় অভিযুক্ত স্ত্রী-সহ আরও তিন ব্যক্তিকে আটক করেছে পুলিস। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পুলিস সূত্রে খবর, রবিবার রাতে ঘুমচ্ছিলেন লক্ষ্মী প্রামাণিক, তখনই প্রেমিক এবং আরও দুই ব্যক্তির সাহায্য নিয়ে এই কাজ করেন ময়না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সপ্তাহখানেক আগে হঠাৎই নিখোঁজ হয়ে যান তিনি। পরিবারের অনুমান স্থানীয় যুবক ঝন্টু দলুই-এর সঙ্গেই পালিয়ে গিয়েছিলেন তিনি। এরপরই এই ঘটনা বলে জানা গিয়েছে। লক্ষ্মী এবং ময়নার দুই সন্তান রয়েছে, ঘটনার সময়ে তারা কোথায় ছিল তা জানা যায়নি। 


আরও পড়ুন: নরেন্দ্রপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুন, গ্রেফতার স্থানীয় যুবক


সোমবার সকালে বিছানার সঙ্গে বাঁধা অবস্থায় লক্ষ্মী প্রামাণিকের দগ্ধ দেহ উদ্ধার করে পুলিস। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিস।