নিজস্ব প্রতিবেদন: শীতকাল আসতে আসতেও কিছুতেই আসছে না। জাঁকিয়ে পড়া ঠাণ্ডায় আনন্দ করা আর হচ্ছে না। কবে ঠাণ্ডা পড়বে, তা এখনও বলতে পারছে না আবহাওয়া দফতর। এদিকে দিঘায় বাড়ছে পর্যটকের সংখ্যা। বছর শেষ হতে চলেছে। তাই সেলিব্রেশনের মুডেও পর্যটকরা। তবে, দিঘার পর্যটকদের জন্য খারাপ খবর দিল আবহাওয়া দফতর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : বড়দিনের আগেই স্বমহিমায় ফিরছে টয় ট্রেন


খারাপ আবহাওয়ার কারণে সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা রয়েছে দিঘায়। কিন্তু পর্যটকরা সৈকত ভ্রমণে গিয়ে হোটেলে বসে থাকবেন, তা কী হয়! তাই স্পিডবোটে চলছে সমুদ্রবিহার। আবহাওয়া খারাপ থাকলেও দিঘায় সমুদ্র আজ শান্ত। অনেকটাই ভিতরে যাচ্ছে স্পিডবোট। পাড়ে স্রোত আছড়ে পড়লেও, গভীরে জল শান্ত। বিচ থেকে সমুদ্রের ৫ কিলোমিটার ভিতরে চলে যাচ্ছে স্পিডবোট। স্পিডবোটে ভেসে শান্ত জলরাশির ওপর বসে থাকতেও দেখা গিয়েছে পর্যটকদের।


আরও পড়ুন : মঙ্গলবার পর্যন্ত নিষ্কৃতি নেই বৃষ্টি থেকে, কপালে ভাঁজ বরকর্তাদের