নিজস্ব প্রতিবেদন:  এক টাকার ডাক্তার নামে পরিচিত এলাকায়। পেয়েছেন পদ্মশ্রী পুরস্কারও। সেই বিশিষ্ট চিকিত্সক সুশোভন বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতেই এবার কালি মাখালো দুষ্কৃতীরা। এই ঘটনার সঙ্গে বিশ্বভারতীর অশান্তির যোগসূত্র খুঁজে পাচ্ছেন এলাকার বাসিন্দারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার সকালে দেখা যায় বোলপুরের ১৪ নম্বর ওয়ার্ডে বিশিষ্ট ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তিটি কালো কালিতে মাখা। দীর্ঘদিন ধরে গরিব মানুষদের সেবায় নিয়োজিত এই চিকিত্সক। ১ টাকার বিনিময়ে মানুষের চিকিত্সা করে থাকেন। সম্প্রতি তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন।
এরপরই স্থানীয় বাসিন্দারা তাঁর সম্মানে বাড়ির সামনে একটি আবক্ষ মূর্তি বানান। মঙ্গলবার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই কাজ করেছে। উল্লেখ্য,  সুশোভন বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতীর এক্সিকিউটিভ কাউন্সিলর মেম্বার। পাশাপাশি তিনি বিশ্বভারতীর নীতি নির্ধারণ কমিটিতেও রয়েছেন।

আরও পড়ুন: থ্যাঁতলানো মাথা, ক্ষতবিক্ষত শরীর, পুরনো ভবনের ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার ২ শ্রমিকের দেহ

তিনি বিশ্বভারতীর মেলার মাঠে প্রাচীর তোলার ঘটনাকে সমর্থন করেছিলেন। আর সেই কারণেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।