ভেসে গেল ডাম্পার, কোনও মতে প্রাণে বাঁচলেন চালক, খালাসি
স্থানীয় বাসিন্দারা বারণ করেছিলেন। কিন্তু সেকথা শোনেননি চালক, কর্মীরা। নদীতে নেমে বালি-পাথর তুলতে গিয়েছিলেন। কয়েক সেকেন্ডের ব্যবধান। ভুটান সীমান্তে চামূর্চি নদীতে ভেসে গেল ডাম্পার।
নিজস্ব প্রতিবেদন: স্থানীয় বাসিন্দারা বারণ করেছিলেন। কিন্তু সেকথা শোনেননি চালক, কর্মীরা। নদীতে নেমে বালি-পাথর তুলতে গিয়েছিলেন। কয়েক সেকেন্ডের ব্যবধান। ভুটান সীমান্তে চামূর্চি নদীতে ভেসে গেল ডাম্পার।
নদীতে বালি-পাথর তুলতে গিয়েই বিপত্তি। আচমকাই নদীতে হরপা বান আসে। জল আসতে দেখে কোনও রকমে পালিয়ে বাঁচেন সকলে। তবে তলিয়ে যায় ডাম্পারটি। পাহাড়ে ভারী বৃষ্টির জেরে ফুঁসছে জলপাইগুড়ির চামূর্চি নদী। দেখুন সেই দৃশ্য....
টানা বৃষ্টিতে জল থই থই নাগরাকাটা। নাগরাকাটা সুপার মার্কেটের পাশ দিয়ে বয়ে যাওয়া ঝোড়া উপচে পড়ছে। ঝোড়ার জলে ভেসেছে বহু এলাকা। নন্দুমোড়, সুখানি বস্তি, সার্কাস লাইন বস্তি এলাকা জলবন্দি। ছাড়টন্ডু, লুকসান এলাকায় ঘরবাড়ি, স্কুল চত্বর জলবন্দি। বাসিন্দাদের আশঙ্কা, অবিলম্বে বৃষ্টি না থামলে পরিস্থিতি বিপজ্জনক দিকে মোড় নিতে পারে।