ওয়েব ডেস্ক: আজ নবমী। প্রাণের উত্সবের আজ গ্রান্ড ফিনালে। বাঙালির সেরা উত্সবে মাতোয়ারা গোটা রাজ্য। ষষ্ঠী যদি হয় পূর্বরাগ তবে, আজ মহোত্‍সবের একেবারে শেষলগ্ন। ক্লাইম্যাক্সের জন্য বেছে রাখা রয়েছে সেরা সেরা পোশাক। সকাল থেকেই শুরু তার তোড়জোড়। মণ্ডপে মণ্ডপে গিয়ে পুজো দেখা। সঙ্গে মহানবমীর অঞ্জলি। বেলা যত গড়াবে, আরও গাঢ় হবে উত্সবের রং। সকাল থেকেই শুরু প্যান্ডেল হপিং ... আর সন্ধে নামলেই গলি থেকে রাজপথ পরিণত হবে জন অরণ্যে। সকলের আকুতি একটাই। যেও না নবমী নিশি। তুমি চলে গেলেই যে বাজবে বিষাদের সুর।


কুমারী পুজোতে মাতলেন অভিনেত্রী কোয়েল


মুখ্যমন্ত্রীর নির্দেশে সরল মহম্মদ আলি পার্কের 'অসুর ডাক্তার'