জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাঙালির সব থেকে বড় পার্বণ দুর্গাপুজো। পুজো মানেই চারদিন অঢেল আনন্দ। যদিও ইদানীং পুজো আর মাত্র চার দিন নয়। এখন উৎসব শুরু হয়ে যায় প্রায় মহালয়া থেকেই। পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় তারও আগে থেকে। কিন্তু পুজোর উৎসবের অংশ বাদ রাখলে মূল যে-অংশ পড়ে থাকে তা হল তার ধর্মীয় আচারবিধি। আজও বহু বনেদি বাড়িতে, বহু বারোয়ারি পুজোতে অতি নিষ্ঠার সঙ্গে পুজো-অর্চনা সমাধা হয়। তাই, সবার আগে এবারের পুজোর দিন-তিথি ইত্যাদি দেখা নেওয়া যাক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ বছর দেবী দুর্গার গজে আগমন। শাস্ত্রে বলা হয়েছে, দুর্গার গজে আগমন হলে ফল শস্যপূর্ণা বসুন্ধরা। অর্থাৎ, মাঠে-মাঠে অঢেল শস্যের দেখা মিলবে। সংসারে আসবে সুখ-সমৃদ্ধি। অন্য দিকে, এবার দেবীর গমন নৌকায়। এর ফল খুব শুভ নয়। এর ফলে ঝড়বৃষ্টির আশঙ্কা থাকে।


মহালয়া 


রবিবার ২৫ সেপ্টেম্বর, ২০২২/ ৯ আশ্বিন, ১৪২৯


মহালয়া পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু। ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী শোনার আমেজই আলাদা এদিন। এদিন ভোরবেলা গঙ্গারঘাটে কিংবা কোনও জলাশয়ের ঘাটে পিতৃপুরুষদের স্মরণে তর্পণ করার রীতি।


২৫ সেপ্টেম্বর শনিবার রাত্রি ২ টো ৫৫ মিনিট ৫৬ সেকেন্ড থেকে শুরু হয়ে পরদিন রবিবার রাত্রি ৩ টে ২৪ মিনিট ৩৪ সেকেন্ড পর্যন্ত থাকছে অমাবস্যা। এই সময়কালেই তর্পণ অনুষ্ঠিত হয়। তবে সাধারণত রবিবার ভোর ৪ টে ৩৫ মিনিট থেকে শুরু হয়ে বিকাল ৫ টা ২৩ মিনিট পর্যন্তই তর্পণের মূল ও প্রশস্ত সময়।


পঞ্চমী


এবছর পঞ্চমী পড়েছে ৩০ সেপ্টেম্বর, ১৩ আশ্বিন, শুক্রবার। 


আরও পড়ুন: UNESCO: কলকাতার পুজোকে স্বীকৃতি ইউনেস্কোর,আজ কলকাতায় শোভাযাত্রা। Zee 24 Ghanta


ষষ্ঠী 


ষষ্ঠী পড়েছে ১ অক্টোবর, শনিবার ১৪ আশ্বিন। সকাল ৬টা ২৪ মিনিটে ষষ্ঠী তিথি শুরু। এদিনই মায়ের ষষ্ঠীবিহিত পুজো ও কল্পারম্ভ। পরে বোধন, আমন্ত্রণ, অধিবাস। ভোররাত্রি ৪টে ৪ মিনিটে ষষ্ঠী শেষ।  


সপ্তমী 


তবে মূল পুজো শুরু সপ্তমী থেকেই। শাস্ত্রমতে সপ্তমীতে দেবী দুর্গার আগমন। সপ্তমী পড়েছে ২ অক্টোবর, ১৫ আশ্বিন, রবিবার। সপ্তমীতেই নবপত্রিকার স্নান। ৪টে ৫ মিনিট নাগাদ সপ্তমী পড়ছে। থাকছে ৬টা ২৩ মিনিট পর্যন্ত। 


কুমারী পুজো


সপ্তমী তিথি শেষে কুমারী পুজোর রীতি। সেই হিসেবে এবারে সপ্তমীর রাতে কুমারী পুজো হতে পারে, অন্যথায় অষ্টমীর সকালে।  


অষ্টমী 


অষ্টমী ৩ অক্টোবর ১৬ আশ্বিন, সোমবার। এদিন কুমারী পুজো হয়। তিথিমতে অষ্টমী পড়ছে ২ অক্টোবরই, সন্ধে নাগাদ। এদিনই বিধিমতে সন্ধিপুজো পড়ে। আগের দিনে সন্ধে ৬টা ২৪ মিনিটে শুরু হয়ে অষ্টমী তিথি থাকছে বিকেল ৩ টে ৩৬ মিনিট পর্যন্ত। 


সন্ধিপুজো


৩ অক্টোবর ১৬ আশ্বিন সোমবার দিবা ৩টে ৩৬ মিনিট গতে সন্ধিলগ্ন শুরু, তা থাকছে বিকেল ৪টে ২৪ মিনিট মধ্যে। প্রসঙ্গত, সন্ধিপুজো সমাধা হয়ে গেলেও এবং পঞ্জিকামতে তার পরই নবমী তিথি শুরু হয়ে গেলেও দিনটির বাকি অংশটি সাধারণ মানুষ অষ্টমী হিসেবে পালন করে থাকেন।


নবমী 


বিধিমতে সন্ধিপুজোর পরেই নবমী তিথি শুরু। তবে তারিখ হিসেবে পরদিন প্রাতঃকালের পরে নবমী পড়ছে। অর্থাৎ, নবমী ৪ অক্টোবর, ১৭ আশ্বিন, মঙ্গলবার। নবমী মানেই মন খারাপের শুরু। কেননা পরের দিনই মা চলে যাবেন কৈলাসে। তিথি অনুসারে বেলা ১ টা ৩৪ মিনিট পর্যন্ত নবমী। এর পর পড়ে যাচ্ছে দশমী।


দশমী 


শাস্ত্রমতে দশমীতেই দেবী দুর্গার গমন। বিজয়া দশমী পড়েছে ৫ অক্টোবর, ১৮ আশ্বিন, বুধবার। এদিন দশমী তিথি থাকছে বেলা ১১টা ১১ পর্যন্ত। দশমীর দিনই মায়ের বিসর্জন। তার আগে সিঁদুর খেলা। মায়ের বরণপর্ব শেষে বিসর্জন। তার পরে মিষ্টিমুখ, কোলাকুলি, বড়দের প্রণাম ও ছোটদের শুভেচ্ছা জানানোর লগ্ন।


(লক্ষ্মী পুজো পড়ছে ৯ অক্টোবর, রবিবার; কালী পুজো পড়ছে ২৪ অক্টোবর, সোমবার)


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)