নিজস্ব প্রতিবেদন: মাত্র বারো বছর বয়সেই থেমে গেল এক ছাত্রের জীবন। দুর্গাপুরের কাঁকসার ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বছর মাত্র বারো। প্রবল খেলার নেশা। শনিবার পাশের বাড়ির দুই সঙ্গীর সঙ্গে খেলছিল কাঁকসার পানাগড়ের বিষ্ণু বাগদীর ছেলে জিৎ বাগদী। আর তা দেখেইে খেপে ওঠেন জিতের মা। ছেলেকে প্রবল বকুনি দেন বলে প্রতিবেশিদের দাবি। সেই বকুনিই কি কাল হল?


আরও পড়ুন-বিচারব্যবস্থায় কোনও সংকট নেই, মন্তব্য সুপ্রিম কোর্টের ২ ‘বিদ্রোহী’ বিচারপতির


ছেলেকে বকাবাকি করে পাশের বাড়িতে চলে ‌যান জিতের মা। বাড়ি ফিরে এসে দেখেন ছেলে ফ্যানের সঙ্গে ঝুলছে। তড়িঘড়ি জিতকে পানাগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ‌যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।


এত অল্প বয়সে কেউ আত্মঘাতী হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলছেন প্রতিবেশিরাই। ছটফটে ছেলেটা আর নেই তা ‌যেন তাদের বিশ্বাসই হচ্ছে না। মা বাকরুদ্ধ। গোটা ঘটনার তদন্ত করে দেখছে কাঁকসা থানার পুলিস।