নিজস্ব প্রতিবেদন: ট্যাপের জলের সঙ্গে বেরিয়ে আসছে কেঁচো। কোনওরকমে ছেঁকে খেতে হচ্ছে সেই জল। এনিয়ে আতঙ্কে পাঁশকুড়ার নস্করদিঘী গ্রামে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেশ কিছুদিন ধরেই চলছে এই জিনিস। এমনটাই অভিযোগ করছেন নস্করদিঘী গ্রামের ১৫টি পরিবারের।  তাদের দাবি, ট্যাপের জলের সঙ্গে বেরিয়ে আসছে লাল লাল লম্বা কেঁচো। আতঙ্ক থাকলেও অন্য কোনও উপায় নেই।


আরও পড়ুন-সমস্ত সম্পত্তির 'মালকিন' Baishaki,দুঃসময়ে পাশে থাকা বান্ধবীকে লিখে দিলেন Sovan


বছর তিনেক আগে বিধায়ক ফিরোজা বিবির(Firoza Bibi) বিধায়ক তহবিলের টাকায় পাঁশকুড়ার(Panshkura) নস্করদিঘীতে পানীয় জলের জন্য এক সাবমারসিবল বসানো হয়। সেখান থেকেই পাইর লাইনে জলের ব্যবস্থা করা হয়। স্থানীয় মানুষজনের দাবি, রোজই এমন লম্বা লম্বা কেঁচো বেরিয়ে আসছে জলের সঙ্গে। স্থানীয় পঞ্চায়েতকে বলেও কোনও কাজ হয়নি। শিশু থেকে বড় সবাইকেই সেই জল ছেঁকে পান করতে হচ্ছে।


আরও পড়ুন-Forum, প্রযোজকদের সঙ্গে-Federation-র তরজা চলছেই, তারই মধ্যে শুরু সিরিয়ালের শ্যুটিং



এনিয়ে পাঁশকুড়া ১ নম্বর অঞ্চল প্রধান কমালা সন্নিগ্রাহী বলেন, এমন কোনও অভিযোপ পাইনি। অভিযোগ এলে খতিয়ে দেখব।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)