পার্থ চৌধুরী: অকালে জলমগ্ন পূর্ব বর্ধমানের রায়না থানার নন্দনপুর গ্রাম। সরকারি জল সরবরাহ প্রকল্পের পাইপ ফেটে নাকাল গ্রামবাসীরা। পঞ্চায়েত কোনও উদ্যোগ না নেওয়ায় ক্ষুদ্ধ গ্রামবাসীরা আটকে রাখেন সারাই করতে আসা ভালভ অপারটেরকে। তিনি জানিয়েছেন বিষয়টি ঠিকাদারকে জানানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তীব্র দাবদাহের মধ্যেও জলমগ্ন গ্রাম। পিএইচই-র ভালভ অপারেটরকে আটকে রেখে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের নন্দনপুর গ্রামে। পানীয় জলের সঙ্কট দূর করতে নন্দনপুর গ্রামের এক পাশে বসানো হয়েছে পিএইচই-র জলপ্রকল্প।


পরিশ্রুত পানীয় জল পরিষেবা দিতে বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে জল সংযোগ। কিন্তু বর্তমানে পিএইচই-র পাইপ ফেটে গিয়েছে। এর কারণে প্রায় দেড় মাস ধরে জলমগ্ন হয়ে রয়েছে এলাকা। রীতিমতো দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে জীবন যাপন করছেন এলাকার বাসিন্দারা।


আরও পড়ুন: Malda News: কানের দুল গিলে ফেলে ৫ বছরের খুদে, অস্ত্রোপচার ছাড়াই শিশুর জীবন বাঁচাল মালদা মেডিক্যাল!


গ্রামবাসীদের অভিযোগ, জানানো সত্বেও পাইপ সারাইয়ের কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে। শিশুরা জল ঘাঁটছে সবসময়। তাই তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনাও রয়েছে।


গ্রামবাসী সবুজা বেগম জানান, ‘বর্ষাকালে ঘরে জল ঢোকে না অথচ এই কাঠফাটা গরমের মধ্যে ঘরে জল ঢুকে যাচ্ছে শুধুমাত্র পিএইচই-র পাইপ ফেটে। পঞ্চায়েতকে সবটা জানানো হলেও পঞ্চায়েত কোনও সাহায্য করছে না’।


আরও পড়ুন: Asansol: হাইকোর্টে জনস্বার্থ মামলা, বিক্রি হওয়া জমির দখল ফেরাল সরকার


আরেক গ্রামবাসী জামির আলি মোল্লার অভিযোগ, ‘পি এইচ এর ভালভ অপারেটরকে বারবার বলা সত্ত্বেও তিনিও পাইপ সারাই করার বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন না। সমস্যার সমাধান চাইছেন গ্রামবাসীরা। তাই তারা অপারেটরকে আটকে রেখেছেন’।


পিএইচই-র ভাল্প অপারেটর মেড়ালউদ্দিন জানিয়েছেন, ‘এই কাজ তার নয়। কন্ট্রাক্টরের কাজ। তবু তিনি মিস্ত্রির কাজ জানেন বলে একটি ৫০ টাকার সারাইয়ের জিনিস এনে দিতে বলেছিলেন। কিন্তু সেই জিনিসটি আনা হয়নি আজ। সারাই করতে এলে তাকে ধরে আটকে রাখে গ্রামবাসীরা’।


উচালন গ্রাম পঞ্চায়েতের প্রধান দোলন দাস জানান, এই বিষয়ে পিএইচই দফতর এবং সাংসদকে জানানো হয়েছে। বুধবার এই বিষয়ে বৈঠকও করা হয়েছে। সাংসদ জানিয়েছেন যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে’। তবে গ্রামবাসীরা এই আশ্বাসে ভরসা রাখতে পারছেন না।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)