নিজস্ব প্রতিবেদন: ইস্ট-ওয়েস্ট মেট্রোর মাটির ওপরের অংশে ট্রেন চালাতে তৈরি কর্তৃপক্ষ। এবার শুরু হল মাটির নীচে ট্রেন চালানোর তোড়জোড়। মঙ্গলবার প্রথম ইস্ট - ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর ছাড়পত্র দিলেন রেলের বিশেষজ্ঞরা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে বাঁক নিয়েছে মেট্রোর লাইন। সুভাষ সরোবরের পাশে সেই লাইন ঢুকেছে মাটির নীচে। ফুলবাগান হয়ে শিয়ালদা স্টেশনের ৬০০ মিটার আগে পর্যন্ত প্রায় শেষ সুড়ঙ্গ তৈরি-সহ যাবতীয় প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ। তাই এই অংশে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর ছাড়পত্র দিল রেল। 


'সৌজন্য রক্ষা'য় মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে দিল্লি যাচ্ছেন মমতা


জুলাইতেই বিধাননগর সেক্টর ৫ থেকে করুণাময়ী হয়ে যুবভারতী ক্রীড়াঙ্গন পর্যন্ত চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। তবে তাতে বিশেষ সুবিধা হবে না কারও। কারণ ইতিমধ্যেই এই রুচে চলে বহু বাস। তবে শিয়ালদা থেকে সেক্টর ৫ পর্যন্ত ট্রেন চললে যাতায়াত সমস্যার সুরাহা হবে বহু নিত্যযাত্রী। সেক্ষেত্রে চাপ কমবে বিধাননগর রোড স্টেশনের ওপরে।