নিজস্ব প্রতিবেদন: সামাজিক অনুষ্ঠানের জন্য এবায় ভাড়ায় মিলবে রেল মিউজিয়াম। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম জানিয়েছেন এ ব্যাপারে দরপত্রে বেশ কয়েকটি বাণিজ্যিক সংস্থা সাড়া দিয়েছে। এর মূল উদ্দেশ্য রেলের আয় বাড়ানো। যদিও রেলের এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-টিকার নামে পেটের ওষুধ নেওয়ার পর হাসপাতালে ছুটছেন Mimi, কাল লিভার পরীক্ষা      


সম্প্রতি যাত্রীভাড়া এবং মাল পরিবহণ থেকে রেলের(Indian Rail) আয় কমেছে। তাই আয়ের বিকল্প রাস্তা খুঁজতে বিভিন্ন ডিভিশনকে নির্দেশ দিয়েছে রেল বোর্ড। তাই রেল মিউজিয়ামকে বাণিজ্যিক কাজে ব্যবহারের ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েছে পূর্ব রেলের হাওড়া ডিভিশন।


হাওড়া ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা জানিয়েছেন, আয় বাড়াতে জন্মদিন-সহ কিছু সামাজিক অনুষ্ঠানের জন্য রেল মিউজিয়াম ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে কিছুদিন আগে দরপত্র ডাকা হয়। সেই দরপত্রে বেশ কয়েকটি বাণিজ্যিক সংস্থা সাড়াও দেয়। মিউজিয়ামের মধ্যে যে ফাঁকা জায়গা আছে তাতে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে।


এদিকে, এই সিদ্ধান্তের প্রেক্ষিতে দেখা দিয়েছে বিতর্ক। যেহেতু রেল মিউজিয়ামের  মধ্যে ভারতীয় রেলের ইতিহাস তুলে ধরা হয়েছে তাই সামাজিক অনুষ্ঠানে এর ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমনটাই মনে করছে শহরবাসীর একাংশ। এখানে রয়েছে রেলের বিভিন্ন মডেলের পুরানো স্টিম ইঞ্জিন, পুরনো মডেলের কোচ, সিগন্যাল, চাকা ও লাইনের যন্ত্রাংশ এবং ট্রেনের দুষ্প্রাপ্য ছবি। মিউজিয়ামের মূল অংশে রয়েছে মিনি হাওড়া স্টেশন, বিভিন্ন কোচের মডেল, রেলের যন্ত্রাংশ দিয়ে তৈরি বিভিন্ন স্থাপত্য এবং আস্ত একটি টয় ট্রেন। রয়েছে সেলুন কার।


আরও পড়ুন-Fake Vaccine Case: KMC-র বিশেষ কমিশনারের সই নকল করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলে অভিযুক্ত


একই জায়গার মধ্যে বাগান এবং মিউজিয়াম থাকায় অনুষ্ঠানের ভীড়ে রেলের দুষ্পাপ্য জিনিসগুলির ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করেছেন রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন এই সরকার বেচারাম সরকার, সবকিছুই বেচতে চায়। মিউজিয়ামে কখনও সামাজিক অনুষ্ঠান হতে পারে না। রেলের কি এমন অর্থের প্রয়োজন হল যাতে কিনা মিউজিয়ামকে ভাড়া দিতে হয়? এ ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) জানাবেন বলে জানান। সারা বছরই দেশের ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এই মিউজিয়াম দেখতে আসেন। ভারতীয় রেলের বিবর্তন জানতে এই মিউজিয়াম পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)