নিজস্ব প্রতিবেদন: ভোটগণনার পর ফের গণনা ঘিরে বিতর্ক পুরুলিয়ায়। পুরুলিয়ার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের জেলা পরিষদের ৩৮ নম্বর আসনে রবিবার ফের গণনা নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এর পরই সরব হয়েছে বিরোধীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার ওই আসনে ভোটগণনার পর দেখা যায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী গণেশ কুমার সিং। হেরেছেন তৃণমূল প্রার্থী তথা জেলার কৃষি কর্মাধ্যক্ষ অনাথবন্ধু মাঝি। বিজয়ী প্রার্থীকে  এর পরই ভোটগণনায় কারচুপির অভিযোগে প্রশাসনের দ্বারস্থ হয় তৃণমূল। সেই আবেদন মেনে ওই আসনে ফের গণনার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। 


জেলা পরিষদের ফলাফল পুনরায় গণনার দাবিতে আদালতে যাচ্ছে বিজেপি


কমিশনের এই সিদ্ধান্তে বিরোধিতায় সরব হয়েছে বিরোধীরা। বিজেপির জেলা নেতৃত্বের কটাক্ষ, তৃণমূলের দাসত্ব করছেন জেলাশাসক ও নির্বাচন কমিশনার। তাই ফের গণনার নির্দেশ। যেন তেন প্রকারে তৃণমূলকে জেতাতেই এই বেনজির পদক্ষেপ বলে দাবি করেছে তারা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।