জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রমজানশেষে খুশির ঈদের আনন্দ- উদযাপনে রঙিন কোচবিচার থেকে কলকাতা। জেলায় জেলায় এদিন সকাল থেকেই উচ্ছ্বাস আনন্দের বাতাবরণ। যথারীতি সকলে ঈদের প্রার্থনায় অংশ নিয়েছেন।  এরপর কোলাকুলি, মিষ্টিমুখ। এরপর আসছে বিশেষ খাওয়া-দাওয়ার পর্ব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Mamata Banerjee: শিশু কোলে রেড রোডের মঞ্চে মমতা, সবাইকে একজোট হয়ে থাকার বার্তা!


পবিত্র রমজান মাসের শেষে আজ খুশির ঈদ। এই উপলক্ষে পূর্ব বর্ধমানের নানা প্রান্তে নামাজ পাঠের আয়োজন হয়েছে। সকালে নামাজ পড়া হয় আউশগ্রাম, ভাতার, গলসি, রায়না-সহ জেলার নানা প্রান্তে। ঈদ উপলক্ষে সেজে উঠেছে কিছু এলাকা। 


পবিত্র রমজান মাসের শেষে আজ বৃহস্পতিবার খুশির ঈদ। এই উপলক্ষে জলপাইগুড়িতেও নানা প্রান্তের মসজিদে-মসজিদে নামাজ পাঠের আয়োজন হয়েছে। নামাজশেষে চলে কোলাকুলি প্রীতি-শুভেচ্ছা বিনিময়। এদিন সকাল নাগাদ ঈদের নামাজ পড়া হয় জলপাইগুড়ি জেলার নানান প্রান্তে। ঈদ উপলক্ষে সেজে উঠেছে জেলার বেশ কিছু এলাকা। ঈদ উপলক্ষে আজ সকাল থেকেই বিভিন্ন মসজিদে-মসজিদে চলছে নামাজ। মুসলিম সম্প্রদায়ের আজ বড় পবিত্র দিন। একমাস রোজা রেখে আজ এই পবিত্র দিনে সকালে স্নান করে নামাজ পড়ে একে অপরের সাথে আলিঙ্গন,শুভেচ্ছা বিনিময় করে দিন শুরু করেন। বাড়িতে আত্মীয়স্বজন আসেন, খাওয়া-দাওয়া আনন্দে-মজায় দিনটা কাটে। 


পবিত্র রমজান মাসের শেষে খুশির ঈদ উপলক্ষে হাওড়ার বিভিন্ন প্রান্তের মসজিদে মসজিদে নামাজ পাঠের আয়োজন হয়েছে। নামাজ শেষে চলে কোলাকুলি ভালোবাসা বিনিময়। সব থেকে বেশি মানুষ আসেন বাঁকড়া এলাকায়। ঈদ উপলক্ষে খুশির আবহ শহর জুড়ে।


খুশির ঈদ উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নানা প্রান্তে নামাজ পাঠের আয়োজন করা হয়েছে। সকালে নামাজ পড়া হয় শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায়। 


ঈদ উপলক্ষে মেদিনীপুরের বিভিন্ন এলাকার মসজিদে-মসজিদে নামাজ পাঠ করেন মুসলিম ধর্মপ্রাণ মানুষ। সবথেকে বেশি মানুষ এদিন নামাজ পাঠ করেন মেদিনীপুর সদর ব্লকের হাতিহল্কা এলাকায়। সেখানে কয়েক হাজার মানুষকে দেখা যায় একসাথে নামাজ পাঠ করতে।


আরও পড়ুন: PM Modi: 'জানতাম, যে-১৪০ কোটির প্রতিনিধিত্ব করব, তাঁরা অসীম ধৈর্যসহকারে এতদিন রামলালার ঘরে ফেরার অপেক্ষা করেছেন!'


যথারীতি বসিরহাট মহকুমা জুড়ে পালিত হচ্ছে ঈদ। হাজার হাজার মানুষের সঙ্গে ঈদের নামাজ পড়লেন বসিরহাটের এস পি হোসেন মেহেন্দি রহমান ও প্রাক্তন ইস্টবেঙ্গল মহামেডান স্পোটিং  দলের ফুটবলার নাজিমুল হক। ৫৫৮ বছরের পুরোনো বসিরহাট শাহী মসজিদে ঈদ উপলক্ষে হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ নামাজ পড়েন। বসিরহাট মাওলানাবাগ দরবার সরিফ ও বসিরহাট ত্রিমোহনীর আমিনিয়া মাদ্রাসার মাঠে নামাজ পড়েন কয়েক হাজার মানুষ। নামাজশেষে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলির পাশাপাশি খুশির ঈদের মুহুর্তকে মোবাইল ক্যামেরায় বন্দি করতে বহুজন মেতে ওঠেন সেলফি তোলায়।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)