COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: বনধে ছাড়... খুশির ইদে মাতোয়ারা দার্জিলিংও। দোকানপাট বন্ধ। তাই কেনা যায়নি নতুন জামা। পুরনো জামাই কেচে ইস্ত্রি করে ইদে মাতলেন পাহাড়ের মুসলিমরা। তারই মধ্যে উঠল গোর্খাল্যান্ডের দাবিও। পথে নামলেন প্রাক্তন সেনাকর্মী ও শিল্পীরা। 


দার্জিলিংয়েও খুশির ইদ
উত্‍সবে বনধে কিছুটা ছাড় দিয়েছিল মোর্চা। আনন্দে মাতলেন দার্জিলিংয়ের মানুষ। সকালে চকবাজারের বরা মসজিদে নমাজ পাঠ দিয়ে শুরু।


ইদের কোলাকুলি কার্শিয়াংঙেও...
গাড়িঘোড়ায় ছাড় মিলেছে বটে। কিন্তু, বন্ধ দোকানপাট। কেনা যায়নি নতুন জামা। পুরনো জামাই কেচে ইস্ত্রি করে ইদের আনন্দে মেতে ওঠা।


আনন্দ আছে বটে। তবুও, এবারের ইদ যেন একটু ভিন্ন। ইদে রাজনৈতিক কর্মসূচি নয়। আগেই ঘোষণা করেছিল মোর্চা। শান্তি চেয়ে পাহাড়ে মিছিল করলেন প্রাক্তন সেনাকর্মীরা। উঠল গোর্খাল্যান্ডের দাবিও। গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ের রাস্তায় নামলেন শিল্পী-বুদ্ধিজীবীরাও। লাগাতার বনধ.. বিক্ষোভকে পাশে সরিয়ে একটু আনন্দ খোঁজা...একটু যেন রিলিফ..ভিন্ন ছন্দে পাহাড়।