নিজস্ব প্রতিবেদন: টানা একদিনের চিকিত্সাতেও মিলল না সাড়া। শনিবার বিকেল পাঁচটা নাগাদ মৃত্যু হল বিন্নাগুড়ি সেনা চাউনিতে অসুস্থ হয়ে পড়া হাতিটির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-প্রেস ক্লাবে হিজবুল মুজাহিদিনের সিডি-হুমকি চিঠি! তীব্র চাঞ্চল্য উত্তর দিনাজপুরে


শুক্রবার বিকেলে বিন্নাগুড়ি সেনাছাউনির নর্থ জোনে পড়ে থাকতে দেখা যায় ৪৫-৫০ বছর বয়সী ওই হাতিটিকে। সেনাবাহিনী থেকে খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়েই লাটাগুড়ি থেকে চলে আসেন পশু চিকিত্সকরা। শুক্রবার বিকেলেই চিকিত্সা শুরু হয়ে যায়। কিন্তু তাতে সাড়া দেয়নি পূর্ণ বয়স্ক ওই হাতিটি।


আরও পড়ুন-গ্রামে ঢুকলে প্রাণে মারার হুমকি, ভিনধর্মে বিয়ে করায় পরিবার-সহ ঘরছাড় নলহাটির যুবক  


জানা যাচ্ছে, হাতিটির সামনের দুই পায়েই ক্ষত ছিল। কিন্তু সেই আঘাত কিসের তা এখনও জানা যায়নি। চিকিত্সা শুরুর পরই জানা যায় ওই ক্ষত থেকে সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হাতিটি। এনিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এলাকার বহু পশুপ্রেমী সংগঠনের তরফে।


বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাতিটির দেহ ময়না তদন্ত হবে। তাহলে তার মৃত্যুর কারণ সম্পর্কে আরও কিছু জানা যেতে পারে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)