নিজস্ব প্রতিবেদন : খাবারের খোঁজে রাতের অন্ধকারে গৃহস্থের ঘরে ঢুকে তাণ্ডব চালাল দাঁতাল। ঘরে মজুত ধান, চাল খাওয়ার সঙ্গেই আসববাবপত্রও ভাঙচুর করে দাঁতালটি। হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ২টি শ্রমিক আবাস। ঘটনাটি ঘটেছে জলপাইগুলির মালবাজার মহকুমার নাগেশ্বরী চা বাগানের ২২ নম্বর লাইনে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার গভীর রাতে প্রায় ২টো নাগাদ সংলগ্ন জঙ্গল থেকে একটি দাঁতাল ঢুকে পড়ে বাগানের ২২ নম্বর সেকশনে। শ্রমিক আবাসের ঘরে সেইসময় স্ত্রী ও দুই শিশুপুত্রের সঙ্গে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন কৃষ্ণনাথ ভূমিজ। কৃষ্ণনাথ জানিয়েছেন, হাতিটি ঘর ভাঙা শুরু করতেই আওয়াজে ঘুম ভেঙে যায় তাঁর। কোনওরকমে স্ত্রী-পুত্রদের নিয়ে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি।


আরও পড়ুন, ভালমতো চালানো না শিখেই নতুন কেনা গাড়ি নিয়ে রাস্তায়, তারপর যা হল...


এরপর প্রায় ঘণ্টাখানেকের উপর তাণ্ডব চালায় দাঁতালটি। ঘরে মজুত ধান, চাল খেয়ে সাবাড় করে। ইতিমধ্যেই এলাকায় অন্য চা-শ্রমিকরা জড় হয়ে যান। তাঁদের চিত্কারে শেষে আবার জঙ্গলেই ঢুকে যায় দাঁতাটি। এই ঘটনায় বাগানে বনকর্মীদের নিয়মিত টহলদারির দাবি করেছেন স্থানীয়রা।