নিজস্ব প্রতিবেদন : বর্ষবরণের সন্ধ্যায় হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার গোয়ালডিহি এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, দ্বিতীয় বিয়ে লুকোতে ব্যবসায়ীর কীর্তি হার মানাবে চিত্রনাট্যকেও!


গোয়ালডিহি সংলগ্ন জঙ্গলে বেশ কয়েকদিন ধরেই রয়েছে কুড়ি থেকে পঁচিশটি হাতির দল। মঙ্গলবার সন্ধ্যায় হাতি তাড়ানোর চেষ্টা চালাচ্ছিল বন দফতরের কর্মীরা। তাদের সঙ্গে উত্তম সিং নামে এক ব্যক্তিও ছিলেন।


আরও পড়ুন, পরকীয়ায় পথের কাঁটা সন্তান! শিশুপুত্রকে খুন মায়ের


হাতির দল তাড়ানোর সময় হঠাতই একটি দাঁতাল আক্রমণ করে তাঁকে। দাঁতালের আক্রমণে গুরুতর জখম হন উত্তম সিং। গুরুতর আহত অবস্থায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর।


আরও পড়ুন, বিয়ের আড়াই বছরেও নিঃসন্তান! স্বামীর হাতে স্ত্রীর মর্মান্তিক পরিণতি


নিহত উত্তম সিংয়ের বাড়ি শালবনি থানার জারাতে। বন্ধু ও পরিবারের দাবি, উত্তম সিং হুলা পার্টির সদস্য ছিলেন। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন ডিএফও রবীন্দ্রনাথ সাহা। তিনি দাবি করেছেন, অতি উত্সাহী হয়ে হাতি দেখতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।