নিজস্ব প্রতিবেদন: বুনো দাঁতালে ভাঙলো তিনটি বাড়ি।  খেল বাড়িতে মজুত রাখা চাল, ধান, সব্জি।   পায়েনষ্ট করল জমির ধান। অপ্লের জন্য প্রানে রক্ষা পেল বাড়ির ছোট বাচ্চা। মালবাজার মহকুমার লিস রিভার চাবাগানের হোপ ডিভিসনের ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বিয়ের ১ বছরে মেটেনি চাহিদা,  কালীপুজোর রাতে নিজের স্ত্রীকে ভরা রাস্তায় যা করলেন স্বামী


স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার গভির রাতে তারঘেরা জঙ্গল থেকে দাঁতালের দল  ডিভিসনে ঢুকে পড়ে। খাবারের খোঁজে একে একে ৩ টি ঘর ভাঙে হাতি টি।  প্রথমে হোপ ডিভিসনের লাজুস ওড়াও এর  ঘর ভাঙে। সেই সময় বাচ্চা এবং স্ত্রী ঘুমিয়েছিলেন। কিন্তু হঠাত্ শুনতে পান ঘর ভেঙে পড়ার শব্দ।


আরও পড়ুন: চা বাগানের ম্যানেজারের ওপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ, তারপর...


কোন মতে  ঘর থেকে পালিয়ে বাঁচেন তাঁরা। তবে ঘরের মধ্যে আটকে পড়ে তাঁদের শিশু। খাটে  মশারি টাঙানো থাকায় রক্ষা পায় ছোট বাচ্চাটি।  এরপর  হাতিটি আরও  দুটি ঘর ভাঙে।  এরপর গ্রামের মানুষরা খবর পেলে তাঁরাই হাতি তাড়ান।  রাত ১ টা নাগাদ তারঘেরা জঙ্গলে ফিরে যায় হাতি টি। খবর দেওয়া হয় মালবাজার বন দফতরকে। রাতে ঘটনাস্থলে যান বনকর্মীরা। সারা রাত এলাকায় টহল দেন বন কর্মীরা।