`বেহুঁশ` রেল, দিনের আলোয় ট্রেনের ধাক্কায় মৃত্যু শাবক সহ মাদি হাতির
শাবক নিয়ে লাইন পেরচ্ছিল মাদি হাতিটি।
নিজস্ব প্রতিবেদন : ফের ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা ঘটল। ডুয়ার্সের ডায়না চা বাগানে রামবাড়ি ডিভিশনের কাছে এদিন সকালে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় একটি মাদি হাতি ও তার শাবকের। উল্লেখ্য, এর আগে রাতের অন্ধকারে ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা ঘটলেও, দিনের আলোয় এমন ঘটনা আগে কখনও ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাবক নিয়ে লাইন পেরচ্ছিল মাদি হাতিটি। সেইসময়ই ওই লাইনে চলে চলে আসে শিলিগুড়ি-ধুবড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শাবক সহ মাদি হাতিটির। এদিন সকাল পৌনে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গেই বন দফতরে খবর দেয় স্থানীয়রা। খবর দেওয়া হয় বানারহাট থানাতেও। আধিকারিকরা আসার পর উদ্ধার করা হয় হাতির দেহ দুটি।
আরও পড়ুন, বাড়িতে বিয়ের প্যান্ডেল বাঁধা, এমন সময়ই পাত্রের বাড়ি থেকে ফোনটা এল...
এই ঘটনায় রেলের গাফিলতির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি প্রভাবিত চা শ্রমিক সংগঠন ও আদিবাসী নেতা জন বারলা। এই ঘটনার অবিলম্বে প্রতিকারের দাবিতে সরব হয়েছেন পশুপ্রেমী, পরিবেশপ্রেমী সংগঠনের আধিকারিকরা।