নিজস্ব প্রতিবেদন: বছর ঘুরতেই ভয়াবহ রূপ নিয়েছে করোনা। করোনার একমাত্র অস্ত্র মেলামেশা বন্ধ করা। তাই সরকারি দফতরের পাশাপাশি বেসরকারি কোম্পানি গুলিকেও ৫০% হাজিরা ও ওয়ার্ক ফর্ম হোম যাতে বাড়ায় তারজন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, একদিনে আক্রান্ত প্রায় সাড়ে ৪ হাজার। কলকাতায় ২৪ ঘণ্টায় সংক্রমিত হাজারেরও বেশি। একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের। বলার অপেক্ষা রাখে না, পরিস্থিতি ভয়াবহ। সোমবার ভোট হয়ে যাওয়া ১০টি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।


রাজ্যের নির্দেশ অনুযায়ী কী কী জরুরী ব্যবস্থা, দেখে নিন


* গত বছরের তুলনায় হাসপাতালগুলোতে ২০ শতাংশ অধিক ব্যবস্থা তৈরি রাখার নির্দেশ
* মাইক্রো কনটেইনমেন্ট জোন করার পরামর্শ। 
* আরটিপিসিআর পরীক্ষার বাড়ানোর নির্দেশ।
* জনবহুল এলাকায় অবাঞ্ছিত ভিড়ে নিষেধাজ্ঞা।
* হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন মজুতের নির্দেশ। 
* অ্যাম্বুলেন্স ও ভেন্টিলেশনের পর্যাপ্ত ব্যবস্থা।
* সচেতনতা বাড়াতে প্রচার। ঢিলেমি বরদাস্ত করা হবে না। যে যে জেলায় ভোট মিটে গিয়েছে সেই সব * জেলায় করোনা সচেতনাতায় আরো জোর দিতে হবে।
* অবিলম্বে সেফ হোমের সংখ্যা বাড়ানোর নির্দেশ। 
* আর সেফ হোমগুলোর জন্য চিকিৎসক নির্দিষ্ট করে রাখতে হবে।