নিজস্ব প্রতিবেদন : অষ্টম শ্রেণি পাস যোগ্যতার চাকরির জন্য আবেদন করেছেন ইঞ্জিনিয়ার, ডক্টরেটরা! এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বন বিভাগের সহায়ক পদের জন্য আবেদন ঘিরে। 'চাকরির বাজার খারাপ', সেই জন্য়ই এমন ঘটনা, বলছেন খোদ বন বিভাগের আধিকারিক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি বন সহায়ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বের হয়। সেই পদে আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়ার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া। শুক্রবার ইন্টারভিউ দিতে আসা প্রার্থীদের দেখে অবাক হয়ে যান বন দফতরে নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত থাকা কর্মীরা। 


দেখা যায়, অষ্টম শ্রেণি পাস বন দফতরে সহায়ক পদে নিয়োগের জন্য আবেদন করেছেন ডক্টরেট, ইঞ্জিনিয়ার সহ উচ্চশিক্ষিতরা। আবেদনকারীদের বক্তব্য, একটা চাকরির খুব দরকার। আর তাই তাঁরা উচ্চশিক্ষিত হওয়ার পরেও এই চাকরির জন্য আবেদন করেছেন। 


উচ্চশিক্ষিতরা যে আবেদন করেছেন, তা স্বীকার করে নিয়েছেন মালদা ফরেস্ট ডিভিশনের সদর রেঞ্জ অফিসার সুবীর কুমার গুহ নিয়োগী। তিনি বলেন, "চাকরির যা মার্কেট, তাতেই উচ্চশিক্ষিতরা আবেদন করেছেন। এমনকি এই পদে চাকরি করতেও ইচ্ছুক উচ্চশিক্ষিতরা।"


আরও পড়ুন, কুলতলিতে নদীর চরে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ, প্রাণে মেরে ফেলার হুমকি