নিজস্ব প্রতিবেদন: তখন দুয়ারে সরকারের (Duare Sarkar) ক্যাম্প চলছিল এলাকায়। তৃণমূল বিধায়কের (TMC MLA) পা ধরে একটি বাড়ি তৈরি করে দেওয়ার জন্য় আবেদন জানিয়েছিলেন সিউড়ির বাসিন্দা হরি মণ্ডল। কিন্তু চার মাস কেটে গেলেও পাকা বাড়ি আর পেলেন কই! এমনকী, অভিযোগ স্বীকারও করে নিলেন পুরপ্রশাসক। মুখে কুলুপ এঁটেছেন বিধায়ক। এই ঘটনায় শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বীরভূমের সিউড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে থাকেন হরি মণ্ডল। পেশায় তিনি রাঁধুনি। লোকের বাড়ি ও বিভিন্ন অনুষ্ঠানে রান্না করে সংসার চালান। স্ত্রী ঝুমাকে নিয়ে থাকেন একটি জরাজীর্ণ বাড়িতে। বাড়িটির অবস্থায় এতটাই খারাপ যে, বৃষ্টি বা অন্য কোনও প্রাকৃতিক দুর্যোগের সময়ে রীতিমতো বিপাকে পড়েন ওই দম্পতি। ছাদ নেই, মাথার উপর ত্রিপল ঢাঙিয়ে রাখতে হয়।


আরও পড়ুন: 'স্বদেশে থেকে বিদেশি হব কেন'? মতুয়াদের একজোট হওয়ার আহ্বান Shantanu Thakur-র


গত বছরের সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছিল সিউড়ির শহরের ১২ নম্বর ওয়ার্ডে। তখন স্থানীয় তৃণমূলে বিধায়ক বিকাশ রায়চৌধুরী পা ধরে বাড়ির তৈরি করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন হরি। তখনকার মতো আশ্বাস মিলেছিল। কিন্তু এখনও পর্যন্ত হতদরিদ্র পরিবারটি পাকা বাড়ি পাননি বলে অভিযোগ। কেন? সিউড়ি পুরসভার প্রশাসক প্রণব কর জানিয়েছেন, বাড়ি তৈরি করে দেওয়ার জন্য তাঁর কাছে সমস্ত কাগজপত্র নেওয়া হয়েছে। পুরসভায় নতুন বোর্ড তৈরি হলে এবং নতুন প্রকল্পে এলেই বাড়ি তৈরি করে দেওয়া হবে। আর বিধায়ক? মুখে খুলতে চাননি তিনি।  


আরও পড়ুন: Republic Day: রেড রোডে রাজ্যপালের প্রতি 'অসৌজন্যমূলক আচরণ'! টুইটে মুখ্যমন্ত্রীকে খোঁচা Suvendu-র


এদিকে স্রেফ খরচ করে না পারার জন্য সিউড়ি পুরসভার থেকে হাউস ফর অল প্রকল্পে প্রায় ৯ কোটি টাকা ফেরত নিয়েছে রাজ্য সরকার। বিজেপি বীরভূম জেলার সহ-সভাপতি উত্তম রজকের কটাক্ষ, 'বিধায়কের পা ধরে বাড়ি চাওয়াটা লজ্জার। এরপর দীর্ঘদিন কেটে গেল, বাড়িটি পেলেনও না। সেটাও খুবই লজ্জার। এই তৃণমূল সরকার কাটমানির সরকার। যে কাটমানি দেবে, সে বাড়ি পাবে, এটাই সত্য'।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)