জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যামেরার সামনে প্রকাশ্যে পিটিয়ে খুনের কথা বুক ফুলিয়ে বলে বিপাকে রাজস্থানের প্রাক্তন বিজেপি বিধায়ক জ্ঞাণদেব আহুজা। শুধু তাই নয় ওই ধরনের আরও কাণ্ড করার জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল থানায়। কী বলেছিলেন ওই প্রাক্তন বিজেপি বিধায়ক? সম্প্রতি এক ঘরোয়া বৈঠকে বিজেপি কর্মীদের নিয়ে একটি বৈঠক করছিলেন আহুজা। সেখানে ওঠে আলওয়ারের এক সবজি ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা। অভিযোগ ট্রাক্টর চুরির অজুহাত দেখিয়ে চিরঞ্জিলাল সাইনিকে খুন করে এলাকার ২০ জনের একটি দল। সেই ঘটনার কথা বলতে গিয়ে জ্ঞাণদেব আহুজা বলেন, এরকম ঘটনা আমাদের এলাকায় এই প্রথম হল। আমি তো আমার কর্মীদের বলেইছি সুযোগ পেলেই মারো। বাকীটা আমি দেখে নেব। আহুজার ওই ভক্তব্যের ভিডিয়ো ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ক্লিপটি শেয়ার করেছেন রাজস্থান কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Cow Smuggling Case: অনুব্রতর হাত ধরেই উত্থান, জেনে নিন কেষ্টর এই ছায়াসঙ্গীর সম্পত্তির পরিমাণ


ওই ক্লিপে কী বলছেন বিজেপি নেতা? আলওয়ারের খুনের ঘটনা নিয়ে আলোচনা মাঝপথে থামিয়ে দিয়ে আহুজা বলেন, এনিয়ে বড়সড় আন্দোলনে  নামা উচিত। আরে ভাই ইতিমধ্যেই তো আমরা ওদের ৫ জনকে মেরেছি। এই এলাকায় এই প্রথম এরকম ঘটনা ঘটল। এবার ওরা মেরেছে। আমি তো আমার লোকজনকে ছাড় দিয়ে রেখেছি, সুযোগ পেলেই মারো। জামিন আমরাই করাব, মামলা আমরাই লড়ব। আন্দোলেন করতে হলে তার পরিকল্পনা করতে হয়। অনেক কড়া হতে হয়। জয়পুর যাচ্ছি। সব ব্যবস্থা হচ্ছে। প্রসঙ্গত, গোরুপাচারকাণ্ডে বিদেপির ওই কট্টরপন্থীরা টার্গেট করেছে সংখ্যালঘু ও পিছয়েপড়া শ্রেণির মানুষজনকে। 



ওই ভিডিয়োটি শেয়ার করে গোবিন্দ সিং দোতাসরা লিখেছেন, এবার বিজেপির আসল রূপ বেরিয়ে পড়েছে। বিজেপি ধর্মীয় সন্ত্রাস চালায় তার প্রমাণ এর আর বড় কী হতে পারে? এতদিন বিজেপির রূপ মানুষ দেখতে পাচ্ছে। উল্লেখ্য, সংবাদসংস্থাকে দেওয়ার এক বিবৃতিতে আহুজা বলেন, গোরু পাচারকরিদের কড়া শাস্তি দেওয়া হবে। প্রসঙ্গত, আলওয়ারের বিজেপি প্রধান সঞ্জয় সিং এনিয়ে বলেন, দলের সঙ্গে আহুজার ওই মন্তব্যের কোনও সম্পর্ক নেই। উনি যা বলেছেন তা ওঁর ব্যক্তিগত মন্তব্য।


এদিকে, বিজেপি বিধায়ক আহুজার ওই মন্তব্য নিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। একটি টুইট করে তিনি লিখেছেন, রাজস্থানের যে বিজেপি নেতা ৫ জনকে খুনের কথা বলেছেন তাকে সংবর্ধনা দিতে পাঠানো হোক বিলকিস বানুর ধর্ষণকারীদের যারা স্বাগত জানিয়েছিল সেই ১১ জনকে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)