ওয়েব ডেস্ক: উত্তর ২৪ পরগনার আমডাঙায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। রবিবার গভীর রাতে বিস্ফোরণে কারখানার টিনের চাল উড়ে ‌যায়। ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয়েছে দমকলকে। আহত হয়েছেন বেশ কয়েকজন দমকলকর্মীও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয়রা জানিয়েছেন, রবিবার রাত দুটো নাগাদ প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে আমডাঙা ব্লকের ভালুকা গ্রাম। বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে গ্রামবাসীরা দেখেন, দাউ দাউ করে জ্বলছে একটি বাজি কারখানা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। বেশ কিছুক্ষণ পর দমকল পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।


সকালে আলো ফুটলে দেখা ‌যায় সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গিয়েছে কারখানাটি। স্থানীয়দের অভি‌যোগ, পুলিশের সঙ্গে আঁতাঁত করে এলাকায় চলছে একাধিক বেআইনির বাজি কারখানা। ফলে প্রাণ হাতে নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন তাঁরা। পুলিশের দাবি, বেআইনি বাজি কারখানার খবর তাদের কাছে ছিল না। প্রশ্ন ওঠে, দেড় বিঘা জমির ওপর বাজি কারখানা পুলিশের নজর এড়াল কী করে? পুলিশের তরফে জানানো হয়েছে, কারখানার বৈধতা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।