নিজস্ব প্রতিবেদন:  হাওড়ার গোলাবাড়িতে বহুতলে বিস্ফোরণ । রামকুমার ঘোষ লেনের চারতলা বহুতলের ছাদের ঘরে  বিস্ফোরণ ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: গয়না বন্ধক রেখে টাকা ধার, আত্মহত্যার চেষ্টা নবম শ্রেণির ছাত্রী


সোমবার রাতে প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা গোলাবাড়ি এলাকা। আতঙ্কে রাস্তায় নেমে আসেন বহুতলের  বাসিন্দারা। পরে ছাদে উঠে দেখা যায় , বিস্ফোরণের অভিঘাতে উড়ে গেছে অ্যাবেস্টারের ছাদ, লন্ডভন্ড গোটা ঘর।


আরও পড়ুন: ভর সন্ধ্যায় বাউন্সারদের হাতে চরম হেনস্থার শিকার ব্রততী!


চিলেকোঠার দেওয়াল ধসে নীচে পড়ায়  জখম হয় একটি শিশু। ঘরটিতে সপরিবারে ভাড়া থাকতেন রামেশ্বর কুমার নামে এক ব্যক্তি। তবে বিস্ফোরণের সময়ে ঘরে কেউ  ছিলেন না।


আরও পড়ুন:  ‘মমতার সব ও জানে, আমার সঙ্গে যোগাযোগ করেন অনেকেই’, শোভন প্রসঙ্গে কোন ইঙ্গিত মুকুলের?


বিস্ফোরণের পরেও ঘরে মিলেছে অক্ষত  গ্যাস সিলিন্ডার। সেক্ষেত্রে মজুত গ্যাস লিক নাকি মজুত  বিস্ফোরকে বিপত্তি ? তা স্পষ্ট করতে খবর দেওয়া হয়েছে  ফরেনসিকে। যদিও প্রাথমিক তদন্তে পুলিস জানাচ্ছে, গ্যাস লিক থেকেই দুর্ঘটনা। রামেশ্বরের খোঁজে শুরু তল্লাসি।  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়িমালিককেও।