নারায়ণ সিংহরায়: মন্দিরে নিত্যপুজো হয়। পাশেই একটি গাছে এবার ফুটে উঠল লোকনাথের অবয়ব! কীভাবে? খবর ছড়িয়ে পড়তেই গাছটিকে দেখতে ভিড় করছেন প্রচুর মানুষ। ঘটনাস্থল, জলপাইগুড়ির রাজগঞ্জ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয় সূত্রে খবর, রাজগঞ্জের আমবাড়ি এলাকার মহামায়া কলোনির বাসিন্দা অরুণ চক্রবর্তী। নিজের বাড়িতে লোকনাথের স্থায়ী মন্দির তৈরি করেছেন তিনি। মন্দিরে পাথরের বিগ্রহকে পুজো করা হয় রোজ। পাশেই রয়েছে একটি লম্বা গাছ। সেই গাছে নাকি ফুটে উঠেছে লোকনাথের মুখের অবয়ব! ঘটনাটি নজরে পড়ে বুধবার।


আরও পড়ুন: Mekhligunj: শীতের সোয়েটার নিয়ে শতাধিক দুঃস্থ ছাত্রীর পাশে হাসপাতালের সুপার


তারপর? আশেপাশের এলাকা তো বটেই, গাছটিকে দেখতে দূর থেকেও আসছেন বহু মানুষ। কেউ কেউ তো গাছের সামনে দাঁড়িয়ে প্রণামও করছেন! ভিড় থাকছে রাত পর্যন্ত। আর যাঁর বাড়িতে এই ঘটনা ঘটেছে, সেই বাড়ির মালিক রীতিমতো অবাক। অরুণ চক্রবর্তী জানালেন, 'গাছটিকে পুজো করতে বলছে অনেকে'। এমনকী, পুজো শুরু করার উদ্যোগও নিয়েছেন তিনি।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)