নিজস্ব প্রতিবেদন : ফের শাসকদলে গোষ্ঠীদ্বন্দ্ব। ফের বীরভূম। শাসকদল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এদিন ফের উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের ইলামবাজার। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েজন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, বিবাহিত 'দিদি'র সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক 'ভাই'-এর! তারপরের ঘটনা ডেকে আনল যুবকের মর্মান্তিক পরিণতি


জানা গিয়েছে, বীরভূমের ইলামবাজারের বিলাতি গ্রামে এদিন গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে। তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ নিয়ামতের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, দুপক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয়। চলে মারধরও। হামলার জেরে আহত হন কমপক্ষে ৮ জন। আহতদের মধ্যে ১ মহিলাও রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিস বাহিনী।


আরও পড়ুন, 'কুকথায় ট্যাগ লাইন' অনুব্রতকে নজিরবিহীন আক্রমণ শতাব্দীর


 এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে RAF। টহল দিচ্ছে পুলিসও। এদিকে, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের প্রত্যেককে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা বোলপুর মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তবে এই ঘটনায় জেলা শীর্ষ নেতৃত্বের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।