ওয়েব ডেস্ক : উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক নিগ্রহকাণ্ডে, TMCP-র ভিতরেই শুরু কাজিয়া। গ্রেফতার ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শাহনুর আলম। তবে হাতে হাতকড়া পড়তেই, সরাসরি তাঁর অভিযোগের আঙুল ঘুরে গেল ছাত্র সংসদের সহ সভাপতি পূরণ পোখরেলের দিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এগ্রিকালচার বিভাগের ডিন তপন কুমার হাতের বিরুদ্ধে বিক্ষোভ-আন্দোলন ঘিরে, গত পরশু থেকে উত্তপ্ত মালদহের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। রাতভর ঘেরাও, জুতোর মালা পরানো, বাদ যায়নি কিছুই। খবর সংগ্রহ করতে গেলে, আক্রান্ত হন সাংবাদিকরা। অভিযোগ, TMCP নিয়ন্ত্রিত ছাত্র সংসদের সহ সভাপতি পূরণ পোখরেলের নেতৃত্বে বিক্ষোভরত একদল ছাত্রছাত্রী সাংবাদিকদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ব্যাপক মারধর করে, ঘরবন্দি করে রাখা হয় সাংবাদিকদের।


শেষপর্যন্ত পুলিস গিয়ে উদ্ধার করে। সাত জন সাংবাদিক এখনও MJN হাসপাতালে ভর্তি। গোটা ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি  ডিন। হাসপাতালে আজ সাংবাদিকদের দেখতে আসেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আসেন রাজ্য বিজেপির নেতারাও। 


আরও পড়ুন, ক্লাস ফোরের ছাত্রীকে দোকানে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা নিউটাউনে