নিজস্ব প্রতিবেদন: ওষুধের দোকানের লাইসেন্স রেজিস্ট্রেশন করাতে এসে ধরা পড়ল  ভুয়ো  ফার্মাসিস্ট। হুগলির অ্যাসিস্ট্যান্ট ড্রাগ কন্ট্রোলারের অভিযোগে চুঁচুড়া থানা অভিযুক্তকে গ্রেফতার করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: শ্বশুরবাড়ির পাড়াতেই পাত্রী দেখতে গেলেন জামাই, তারপর যা ঘটল...


হরিপালের একটি ওষুধের দোকানের জন্য চুঁচুড়া ফার্ম সাইড রোডে হুগলি জেলা ড্রাগ কন্ট্রোল অফিসে  লাইসেন্স করাতে যান এক ব্যাক্তি। নিজের নাম হৃদয়রঞ্জন সিনহা বলে জানান তিনি। নিজেকে ফার্মাসিস্ট  বলে পরিচয় দেন। তাঁর নথিপত্র দেখে সন্দেহ হয় ড্রাগ কন্ট্রোল অফিসের আধিকারীকদের।


আরও পড়ুন: দমদম খুনে ব্যবহৃত বাইক বাজেয়াপ্ত, উঠে এল নয়া তথ্য


নথিপত্র যাচাই করতে গিয়ে দেখা যায়  মাধ্যমিকের মার্কশিট, ভোটার কার্ড সব কিছুই জাল। ওই ব্যাক্তির আসল নাম সানোয়ার হোসেন। বাড়ি বীরভূমের ময়ূরেশ্বর। তারপরই  ভুয়ো  ফার্মাসিস্টকে আটকে রেখে পুলিশে খবর দেন অ্যাসিন্ট্যান্ট ড্রাগ কন্ট্রোলার উত্পল মিশ্র। পরে অভিযোগ দায়ের করেন। ভুয়ো ফার্মাসিস্টের মাধ্যমে ওষুধের দোকানের  লাইসেন্স করানোর  চক্র গোটা রাজ্য জুড়ে সক্রিয় রয়েছে বলে জানতে পেরেছেন আধিকারিকরা।