রণজয় সিংহ: রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির মাঝেই হরিশ্চন্দ্রপুরে গ্রেফতার ভুয়ো প্রাথমিক শিক্ষক। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত সুলতাননগর এলাকার রাধিকাপুরের বাসিন্দা মহম্মদ মহসিন। ২০১৭ সালের মার্চ মাসের ১৬ তারিখে কুমেদপুর বেতাহাল প্রাথমিক বিদ্যালয়ে সহশিক্ষক পদে যোগদান করেন তিনি। ৭ থেকে ৮ মাস শিক্ষকতা করেন। এক মাসে ১৭,২৭৬ টাকা করে বেতন তোলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এরপর ওই ব্যক্তির সমস্ত নথি ভেরিফিকেশনের সময় জাল নিয়োগপত্রের বিষয় ধরে ফেলে প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় তাঁর বেতন। পরবর্তীতে বেতনের জন্য ওই ব্যক্তি হাইকোর্টের দ্বারস্থ হলে তদন্তের ভিত্তিতে তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়। পালটা তাঁর নামে গ্রেফতারি পরোয়োনা জারি হয়। বুধবার রাতে অভিযুক্ত ভুয়ো শিক্ষককে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। এদিন ধৃত মহম্মদ মহসিনকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। 


ওই ভুয়ো শিক্ষক দাবি করেছেন, তাঁর কাছ থেকে ৪ লক্ষ টাকা নিয়ে চাকরি করে দিয়ে ছিলেন মোথাবাড়ির তৃণমূল নেতা শেখ গিয়াসউদ্দিন। সমগ্র ঘটনায় তীব্র কটাক্ষ বিজেপির। পালটা সাফাই দিয়েছে তৃণমূল। অন্যদিকে এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে তৎকালীন স্কুল ইনসপেক্টর সৈকত ঘোষের ভূমিকা। ঘটনা সামনে আসতেই শোরগোল পড়েছে জেলা জুড়ে।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)