নিজস্ব প্রতিবেদন:  প্রায় দেড় দশক বাদে বাঁকুড়ায়  ফের পান চাষে বিপর্যয়। গোড়া পচা রোগে একের পর এক বরোজ নষ্ট হওয়ায় ব্যাপক হারে মার খেতে চলেছে রপ্তানি। মাথায় হাত পড়েছে পান চাষীদের।


দিঘার হোটেলে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যার চেষ্টা, বরাত জোরে বাঁচল তরুণী


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাঁকুড়ার সবচেয়ে বড় পান উত্পাদক অঞ্চল ওন্দা। ওন্দা ব্লকের মহড়ামুড়ি, গোপালপুর এলাকায় পানের গোড়া পচা রোগে মাথায় হাত পড়েছে চাষীদের। কয়েকশো বিঘা জমিতেই একই অবস্থা।


আরও পড়ুন: কলকাতা পুলিস কমিশনার রাজীব কুমারকে কবে জেরা করবে সিবিআই? জানালেন CBI যুগ্ম অধিকর্তা


গোটা ওন্দা ব্লকের কয়েকশো পান চাষী বিপদে। পেটের তাগিদে ভিন রাজ্যে শ্রমিকের কাজে চলে যাচ্ছেন চাষীরা। ফাইটোপথোরা সংক্রমণের ফলেই এই ঘটনা বলে জানাচ্ছে বাঁকুড়া জেলা উদ্যান পালন দফতর। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে উদ্যান পালন দফতর।


দেড় দশক বাদে বিপর্যয়। কীভাবে প্রতিকার? চাষিরা তাকিয়ে প্রশাসনের দিকে।