নিজস্ব প্রতিবেদন:  টানা বৃষ্টিতে আলু চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন। তাই ক্ষতি পূরণ ও  ঋণ মুকুবের দাবিতে এবার আরামবাগের আলু চাষিরা এক যোগে আরামবাগ বিডিওকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: এয়ার স্ট্রাইক নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা বিষধর সাপ, মন্তব্য রাজ্যপালের


 



 সোমবার  আরামবাগের বিভিন্ন প্রান্ত থেকে বিডিও অফিসে জমায়েত হন আলুচাষিরা।   প্রবল বৃষ্টিতে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। জমিতে জল জমে ফসল পচে গিয়েছে। প্রবল ক্ষতির সম্মুখীন তাঁরা। এই অবস্থায় ঋণ মুকুবের দাবিতে  প্রশাসনের দ্বারস্থ তাঁরা।


 আরও পড়ুন: শাসকের সন্ত্রাস না থামলে পশ্চিমবঙ্গে নির্বাচন নয়, কমিশনকে জানিয়ে এলেন মুকুল


 ক্ষতিপূরণের দাবিতে  সোমবার সকালে বিডিও অফিসে  বিক্ষোভ দেখান তাঁরা। পাশাপাশি ঋণ মুকুবের দাবিতেও সোচ্চার হয়েছেন তাঁরা।  সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন।