নিজস্ব প্রতিবেদন: করোনা (Corona) আক্রান্ত ন্যাশনাল কনফারেন্স (National Conference)নেতা ফারুখ আব্দুল্লাহ (Farooq Abdullah)৷ মঙ্গলবার তাঁর করোনা সংক্রমণের কথা টুইট করে জানিয়েছেন, ছেলে ওমর আব্দুল্লাহ (Omar Abdullah)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনি লেখেন,  আমার বাবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শরীরের করোনার কিছু উপসর্গও রয়েছে। পরীক্ষা না হওয়া পর্যন্ত আমি এবং আমার পরিবারের সকলে সেলফ আইসোলেশনে থাকব।' তিনি আরও লেখেন যে, যাঁরা বিগত কয়েকজিনের মধ্যে তাঁর বাবা এবং তাঁদের পরিবারের সংস্পর্ষে এসেছেন তাঁরা যেন অবশ্যই প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করেন এবং সময় মতো করোনা পরীক্ষা করিয়ে নেন। 



উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে সোমবার নতুন করে ২৩৫ জন আক্রান্ত হয়েছেন করোনায়। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১,৩০,২২৮জন। নতুন করে আক্রান্তের মধ্যে রয়েছেন ৫৮জন পর্যটক৷ ৫১জন আক্রান্ত হয়েছেন জম্মুতে, ১৮৪ জন আক্রান্ত হয়েছেন কাশ্মীরে৷