নিজস্ব প্রতিবেদন : মুকুল রায়ের বিরুদ্ধে দায়ের হল FIR। ভাটপাড়া থানায় FIR দায়ের করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংকে খুন করার পরিকল্পনা করেছিলেন। মকুল রায়ের এই মন্তব্যের প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে FIR দায়ের করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। কীভাবে প্রমাণ ছাড়া একথা বললেন মুকুল রায়? সেই প্রশ্ন তুলেছেন তিনি। মুকুল রায়ের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন চন্দ্রিমা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এদিন সব্যসাচী দত্তের গণেশ পুজোর উদ্বোধনে যান দিলীপ ঘোষ, মুকুল রায়, অরবিন্দ মেনন প্রমুখ। সেখানেই মুকুল রায় বলেন, “অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে। তিনিই অর্জুন সিংকে খুন করতে চেয়েছিলেন।” বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের গণেশ পুজো উদ্বোধনে গিয়ে এই দাবি তুললেন বিজেপি নেতা মুকুল রায়। এই মন্তব্য ঘিরেই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে।


আরও পড়ুন, তৃণমূল বিরোধিতার হাওয়ায় চড়ে পাওয়া সাফল্যের মেয়াদ কতদিন? ভগবতের প্রশ্নে বাক্যহারা দিলীপরা


এদিনের অনুষ্ঠানে সব্যসাচী দত্তের পাশে দাঁড়িয়েই মুকুল রায় বলেন, “সব্যসাচী হলেন এমন এক ব্যক্তি, যিনি খোদ মুখ্যমন্ত্রীর দফতরের দুর্নীতি নিয়েই প্রশ্ন তুলেছিলেন। আজ পুজোর উদ্বোধনে আমাদের ডেকেছেন সব্যসাচী। সেজন্য হয়তো সব্যসাচীর বিরুদ্ধে মিথ্যা মামলা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।” মুকুল রায়ের কথার রেশ টেনেই সব্যসাচী বলেন, “আমি সারদা, নারদার টাকায় পুজো করি না। তাই আমার পুলিসের ভয় নেই।”