ওয়েব ডেস্ক: এক ঘণ্টা ধরে বেজে চলল ফায়ার অ্যালার্ম। আতঙ্কে হাসপাতাল থেকে বেরিয়ে এলেন রোগী ও তাঁদের পরিবারের লোকেরা। বেরিয়ে এলেন ডাক্তার-নার্সরাও। ঘটনা, কালনা মহকুমা হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে যায় দমকল, পুলিস। দমকলকর্মীরা সবকটি ফায়ার অ্যালার্ম বন্ধ করে দেন। কেন অকারণে অ্যালার্ম বেজে উঠল, তার তদন্ত শুরু হয়েছে।


অন্য দিকে, চিকিত্‍সায় গাফিলতিতে রোগী মৃত্যু চাঞ্চল্য ছড়াল নদিয়ার ধানতলায়। চিকিত্‍সক ও নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। সোমবার সকালে রানাঘাটের এ্যাভিনিউ নার্সিংহোমে ভর্তি হন ধানতলার বাসিন্দা মাধুরী শাসমল। কন্যা সন্তান প্রসবের ঘন্টা পাঁচেক পর মারা যান মাধুরী। পরিবারের অভিযোগ চিকিত্‍সকের উদাসীনতাতেই মৃত্যু হয়েছে প্রসূতির। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।