হাওড়া আসার পথে কালকা মেলের কামরায় আগুন
পরে অবশ্য আগুন নেভানো সম্ভব হয়।
নিজস্ব প্রতিবেদন: বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল কালকা হাওড়া মেল। ভোর সাড়ে তিনটা নাগাদ কুরুক্ষেত্রের কাছে আগুন ধরে যায় কালকা মেলে। ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
জানা গিয়েছে, কুরুক্ষেত্রের কাছে ধীরপুর ও ধোদাখেড়ি রেল স্টেশনের মাঝে আগুন লাগে ট্রেনে। ইঞ্জিনের পরের কামরায় আগুন লাগে। পুড়ে যায় গোটা কামরাটি। কালো ধোঁয়ায় ঢেকে যায় কামরাটি। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন একাধিক যাত্রী। তবে রেলসূত্রে জানা গিয়েছে, হতাহতের কোনও খবর নেই।
পরে অবশ্য আগুন নেভানো সম্ভব হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেল আধিকারিকরা। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওই কামরাটি ছেড়ে বাকি ট্রেন হাওড়ার উদ্দেশে রওনা হয়। ট্রেন চলাচল এখন স্বাভাবিক বলে জানা গিয়েছে।