নিজস্ব প্রতিবেদন: চলন্ত তুফান এক্সপ্রেসে আগুন। আতঙ্কিত যাত্রীরা। এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার আসানাসোলের রেল ডিভিশনের থাপানগড় স্টেশনে আগুন লাগে ১৩০০৭ আপ শ্রী গঙ্গানগর তুফান এক্সপ্রেসের একটি বগিতে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে থাকে। খবর চাউর হতেই হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। বগিটিকে আলাদা করে দেওয়া হয়। আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন আসানসোলের রেল আধিকারিকরা। থাপানগড় স্টেশনটি ধানবাদের কাছেই। ঘটনার খবর শুনে অনেক যাত্রীর পরিজনরাই ঘটনাস্থলে চলে আসেন। 



ঘটনার পর হাওড়া আপ লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। ঘটনাস্থানের উদ্দেশে রওনা দিয়েছেন ডিআরএম প্রশান্ত মিশ্র। কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।