প্রসেনজিত্ মালাকার: '২০২৪-এ আমরা সরকার গড়ব। তখন তোমাদেরকেও ইডি-সিবিআই দিয়ে ডেকে পাঠাব। তব তেরা কেয়া হোগা রে কালিয়া।' বীরভূমের তারাপীঠে কর্মীসভা থেকে বিস্ফোরক ফিরহাদ হাকিম। হুঁশিয়ারি দিলেন বিজেপিকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমের তারাপীঠে একটি কর্মীসভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের দলের তরফে। সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি উপস্থিত ছিলেন বীরভূম জেলার অন্যান্য নেতৃত্ববৃন্দ। আর সেই সভা থেকেই দলীয় কর্মীদের একাধিক বার্তা দিলেন ফিরাদ হাকিম।


এদিন কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে বেশ কনফিডেন্সের সাথে ফিরহাদ হাকিমকে বলতে শোনা যায়, '২০২৪-এ আমরা সরকার করব, তখন এই ইডি-সিবিআই দিয়ে আপনাদের ডেকে পাঠাব। তব তেরা কেয়া হোগা রে কালিয়া।' ফিরহাদ হাকিম দাবি করেন, 'পুরো রাজ্যের পাশাপাশি বীরভূম জেলাতেও আমরা জয়লাভ করব।'


পাশাপাশি এদিন বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সরকারের বেশ কিছু নেতাকর্মী যে ভুল করেছে, সে কথাও স্বীকার করে নেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'হ্যাঁ সত্যিই আমরা ভুল করেছি। কিন্তু আপনাদেরকে সাধারণ মানুষের কাছে যেতে হবে। গিয়ে বলতে হবে আমরা সব ঠিক করে দেব।' একইসঙ্গে ফিরহাদ এও বলেন যে, কয়েকজন চুরি করেছে। তাঁরা আইনত শাস্তি পাবে। কিন্তু তা বলে সবাইকে চোর বলাটা ঠিক নয়।' 


আরও পড়ুন, WB Panchayat Election 2023: 'সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল', রাজ্যপালকে নালিশ নিশীথের!



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)