WBCHSE 12th Result 2019:  প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের মেধা তালিকা। দশম স্থানে রয়েছে মোট ১৩৭ জন, তাঁদের মধ্যে ছাত্রী সংখ্যা ৩৫ জন। দেখুন কে কোথায় রয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

(বিজ্ঞান বিভাগ) প্রথম-  প্রাপ্ত নম্বর ৪৯৮, ৯৯.৬০ শতাংশ:
** শোভন মণ্ডল। বীরভূম জেলা স্কুল
** রাজর্ষি বর্মণ। কোচবিহার, জেনকিন্স হাইস্কুল।


দ্বিতীয়- প্রাপ্ত নম্বর ৪৯৬, ৯৯.২ শতাংশ 
** সংযুক্তা বসু, বিধাননগর গভর্নেমন্ট হাইস্কুল, উত্তর ২৪ পরগনা।
** তন্ময় মাইকাপ, বজকুল বলাই চন্দ্র বিদ্যাপীঠ, পূর্ব মেদিনীপুর।  
** স্বর্ণদীপ সাহা, দিনহাটা হাইস্কুল, কোচবিহার
** ঋতম নাথ, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, নদিয়া
** মহম্মদ মাসুম আখতার, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির, দক্ষিণ ২৪ পরগনা
** অনাতাপ মিত্র, জেনকিন্স স্কুল, কোচবিহার


তৃতীয়- প্রাপ্ত নম্বর ৪৯৪ নম্বর, ৯৮.৮ শতাংশ
** বর্ণালী ঘোষ, নবগ্রাম হীরালাল পাল বালিকা বিদ্যালয়, হুগলি
** সুক্রিয় চক্রবর্তী, বর্ধমান মিউনিসিপল হাইস্কুল, বর্ধমান।
** মৃন্ময় মণ্ডল, গোবরডাঙ্গা খাঁতুরা হাইস্কুল, উত্তর ২৪ পরগনা।
** সুপ্রিয় শীল, মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়। হুগলি।



চতুর্থ- প্রাপ্ত নম্বর ৪৯২, ৯৮.৪ শতাংশ:
** রাকেশ দে, কলা বিভাগে প্রথম, সাঁইথিয়া টাউন হাইস্কুল, বীরভূম
** মহাকাশ রক্ষীত, বাঁকুড়া জেলা স্কুল, বাঁকুড়া।
** অতীঝায়া সাহা, জেনকিন্স হাইস্কুল, কোচবিহার
** শ্রমন জানা, শ্রী অরবিন্দ বিদ্যামন্দির, হুগলি।
** শ্রেয়াশ্রী সরকার, টাকি হাউস মাল্টিপারপস গার্লস হাইস্কুল, কলকাতা 
** কমল দাস, ত্রিবেণী থার্মাল ডক্টর বি সি রায় বিদ্যালয়, হুগলি


পঞ্চম- ৪৯১ নম্বর – ৯৮.২ শতাংশ-  
** অভিজিত্ সাহু, বৈটা মহেন্দ্রনাথ হাইস্কুল, পশ্চিম মেদিনীপুর।
** রত্নদীপ সেন, বান-আশুরিয়া হাইস্কুল, বাঁকুড়া।
** সৌরভ কবরী, বসন্তপুর ঝড়েশ্বর বাণী ভবন, পশ্চিম মেদিনীপুর।
**  তীর্থরাজ রায়, বহরমপুর জে এন অ্যাকাডেমি, মুর্শিদাবাদ,
** শীর্ষেন্দু ঘোষ, বীরভূম জেলা স্কুল, বীরভূম।
** পুষ্পেন্দু খান, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল
** বীরেশ্বর ঘোষ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা।
** স্বহিতাগ্নি চক্রবর্তী, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাইস্কুল, উত্তর ২৪ পরগনা।
** অনিবার্ণ খাঁড়া, রামনগর নুট বিহারী পালচৌধুরী স্কুল, হুগলি
** অর্ক দাস, সারদা বিদ্যাপীঠ, দক্ষিণ ২৪ পরগনা।
** সূর্যতপ বসু, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা।
** সাগর সরকার, ইসলামপুর হাইস্কুল, উত্তর দিনাজপুর।
** সত্যম কর, যাদবপুর বিদ্যাপীঠ, কলকাতা
** প্রত্যয় দে, বহরমপুর জে এন অ্যাকাডেমি, মুর্শিদাবাদ


কলা বিভাগ থেকে প্রথম এবং মেধাতালিকায় চতুর্থ- রাকেশ দে, বীরভূম। প্রাপ্ত নম্বর ৪৯২। 


কমার্সে প্রথম যুগ্মভাবে প্রথম , জ্ঞানভারতী বিদ্যাপিঠ কলকাতার কমল সাহা এবং  ন্যাশনাল হাইস্কুলের কোমাল সিং (৪৮৬) 


ভিন্নভাবে সক্ষম  পরীক্ষার্থী - ৯৭.২ শতাংশ নম্বর পেয়ে দশম হয়েছে সাগর চন্দ্র (৪৮৬)


রাবেয়া আহমেদ, মহম্বদ তানজিম আলম ঊর্দু ভাষায় প্রথম


সয়াঙ্কা শেরপা নেপালি ভাষায় প্রথম


বিশ্বনাথ মাদ্যি, অনিমা মুর্মু, সনকা হেমব্রম সাঁওতালি ভাষায় প্রথম