বীরভূমে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু
ওই প্রৌঢ়া ডায়াবিটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন।
নিজস্ব প্রতিবেদন: বীরভূমে প্রথম ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু। রামপুরহাটে মিউকরমাইকোসিসে (Mucormycosis) আক্রান্ত হয়ে মারা গেলেন প্রৌঢ়া। নতুন করে আরও একজন আক্রান্তের খোঁজ মিলেছে নলহাটিতে। তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতায়।
মৃতার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি রামপুরহাটের বাসিন্দা ওই প্রৌঢ়া ডায়াবিটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন। তাঁর দেহে কোভিডের উপস্থিতিও পাওয়া গিয়েছে। পরিবার জানিয়েছে, মহিলার চোখে সমস্যা হওয়ায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা করা হলে ধরা পড়ে কোভিড। দুর্গাপুর থেকে তাঁকে আনা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে।
নলহাটিতে আর একজন ব্ল্যাক ফাঙ্গাস (Mucormycosis) আক্রান্তের খোঁজ মিলেছে। তিনি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন- গার্গল করেই মিলবে Covid পরীক্ষার ফল, এসে গেল নতুন পদ্ধতি