নিজস্ব প্রতিবেদন: স্ত্রীর সামনে স্বামীকে টেনে নিয়ে গেল কুমির। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের গঙ্গাপুর গ্রামে। নদীতে মীন সংগ্রহ করছিলেন স্বামী ও স্ত্রী। তখনই ঘটে অঘটন। নিখোঁজের নাম ঝড়েশ্বর মণ্ডল (৫৫)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রোজের মতো শুক্রবারও নদীতে মীন ধরতে গিয়েছিলেন ঝড়েশ্বর ও তাঁর স্ত্রী প্রতিমা। কিছুক্ষণ মীন সংগ্রহের পর সেই মীন স্ত্রীকে পুকুরে ছেড়ে আসতে বলেন ঝড়েশ্বর। প্রতিমাদেবী মীন ছেড়ে ফিরে আর স্বামীকে দেখতে পাননি। খেয়াল করেন মাঝ নদীতে ভাসছে ঝড়েশ্বরের গামছা, আর কুমিরের সঙ্গে আপ্রাণ লড়ে যাচ্ছেন তিনি। 


চিতাবাঘের সঙ্গে লড়াই করে প্রাণ বাঁচালেন চা-শ্রমিক


সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের ডেকে নিয়ে আগেন প্রতিমাদেবী। তবে ততক্ষণে ঝড়েশ্বরবাবুকে টেনে নিয়ে যায় কুমিরটি। তাঁকে উদ্ধার করতে নৌকা নামান স্থানীয়রা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি।