বানভাসি বাংলায় চাহিদা বাড়ছে নৌকার
ওয়েব ডেস্ক: ভাসছে গোটা জেলা। তাই এখন নৌকার চাহিদা তুঙ্গে। রায়গঞ্জ শহরে এখন খাট-ড্রেসিং টেবলের পরিবর্তে নৌকা তৈরি করছেন ফার্নিচার ব্যবসায়ীরা। নৌকা কিনতে ভিড়ও জমাচ্ছেন প্রচুর মানুষ। কম দামেই নৌকা বেচছেন ব্যবসায়ীরাও।
ভাসছে গোটা জেলা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌছতে এখন একমাত্র ভরসা নৌকা। কিন্তু এত নৌকা এক সঙ্গে কোথায় মিলবে? তাই ফার্নিচার সরিয়ে এখন নৌকা তৈরিতে হাত লাগিয়েছেন কাঠ মিস্ত্রিরা। ব্যস্ততা তুঙ্গে। সারাদিন ধরে চলছে নৌকা তৈরি। সবাই মিলে হাত লাগিয়ে কখনও তৈরি হচ্ছে দুটো, কখনও বা তিনটে। সেই নৌকা নিয়ে গাঁয়ে-গঞ্জে চলে যাচ্ছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, নৌকা তৈরি সাধারণ মানুষের উপকারের জন্যই। এতে লাভের অঙ্কটা অনেকটাই কম।