ওয়েব ডেস্ক: বৃষ্টি কমেছে..কিন্তু, এখনও ভয়ঙ্কর তোর্সা।  কোচবিহারে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও, নদীপাড়ের মানুষগুলোর  ঠিকানা এখনও ত্রাণশিবির। তবে, জল নেমেছে শহর লাগোয়া এলাকাগুলি থেকে।টানা বৃষ্টি...ফুঁসছে তোর্সা...২৪ বছরে নদীর এমন ভয়াল ছবি দেখেননি তোর্সা পারের মানুষ..। তিস্তা..তোর্সা..রায়ডাক..সংকোশ..কালজানি..মানসাই...কোচবিহারের বুক চিরে বয়ে গেছে পাঁচ নদী। টানা বৃষ্টিতে জল বেড়েছে সবকটিতেই। নিট ফল বানভাসি গোটা জেলা।তোর্সার জলে ভেসেছে শহর লাগোয়া এলাকা।  মানসাই ভাসিয়েছে মাথাভাঙা। সংকোশ-রায়ডাক-কালজানির জলে প্লাবিত তুফানগঞ্জ।মেখলিগঞ্জের দুঃখ বাড়িয়েছে তিস্তা। বৃষ্টি কমেছে.. সামান্য কমেছে তোর্সার জল। কোচবিহার শহর লাগোয়া কারিশাল এলাকা থেকে জল নামতে শুরু করেছে। কিন্তু, ঘর-বাড়ি উঠোনে এখন এক হাঁটু কাদা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ফুঁসছে তিস্তা, ময়নাগুড়িতে অস্থায়ী বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকেছে


সুকটাবাড়ির ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তোর্সা পাড়ের মানুষ। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কয়েকশো মানুষের ঠিকানা এখন এই ত্রাণ শিবিরই।আগামি কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। আর আশঙ্কার কালো দানা বাঁধছে কোচবিহারের আকাশে।


আরও পড়ুন হলদিয়ার পুরভোটে কা‌র্যত ওয়াকওভার পেল তৃণমূল