নিজস্ব প্রতিবেদন : গত কয়েক দিনের বৃষ্টিতে ভেঙ্গে গেল লিস নদীর বাঁধ। আর সেই ভাঙ্গা বাঁধ দিয়ে জল ঢুকছে মালবাজার মহকুমার সাউগাও বস্তিতে। ইতিমধ্যে জলের স্রোতে ভেঙ্গে গেছে যাতাযাতের এক মাত্র কালভার্ট এবং রাস্তা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জলের গতিতে ভেঙে গেছে পানীয় জলের কয়েকটি কুয়ো, জলের তলে কৃষি জমি। গ্রামবাসীদের অভিযোগ গত বছরেও ভেঙেছিল এই বাঁধটি। কিন্তু বাগরাকোট গ্রাম পঞ্চায়েত থেকে নিম্ন মানের কাজ করায় আবার ভেঙ্গে গেছে সেই বাঁধ। এবার প্রায় ১০০ মিটার বাধ ভেঙ্গে যাওয়ায় গ্রামের ভেতর দিয়ে জল যাচ্ছে।


আরও পড়ুন, পাঁচদিন ধরে প্রবল বৃষ্টিতে ভাসবে ৫ জেলা, বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা


যে কোন মুহূর্তে ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যাবে এই জল। আতঙ্কে সারা রাত জেগেই কাটিয়েছেন গ্রামের মানুষ। এলাকার বহু গাছ ভেঙে নিয়ে যাচ্ছে নদীর জল। পঞ্চায়েত সদস্যও বলছেন, বাগরাকোট গ্রাম পঞ্চায়েতে জানিয়েও কোনও লাভ হয়নি।