ওয়েব ডেস্ক: নাগাড়ে বৃষ্টিতে প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আলিপুরদুয়ারে।  নিচু এলাকার বেশিরভাগ বাড়িই জলের তলায়। উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী । ঘর হারিয়ে বাঁধের ওপরেই আশ্রয় নিয়েছেন বহু মানুষ। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বিদ্যুত্‍ সংযোগও বহু বিচ্ছিন্ন এলাকায়। কালজানি নদীতে গতকাল রাত থেকেই লাল সংকেত জারি হয়েছে। সঙ্কোশ, তোর্সা, রায়ডাক নদীতে জল ক্রমশই বাড়ছে। দুর্গত মানুষদের সাহায্যে নামানো হয়েছে উদ্ধারকারী নৌকা। দুর্গত এলাকায় খিচুড়ি পৌছে দেওয়ার দায়িত্ব নিয়েছে পুরসভা । আলিপুরদুয়ার পুরসভার ২০টি ওয়ার্ডই জলমগ্ন। ১৮, ৫, ১৫, ১১, ১০ নম্বর ওয়ার্ডের অবস্থা  সবথেকে খারাপ।


টানা বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি