নিজস্ব প্রতিবেদন:  ১ দিনের বৃষ্টিতেই বেহাল অবস্থা মালবাজারের ঘিস বস্তির। একটু বৃষ্টিতেই হাঁটুজল এলাকায়। বাড়িতে ঢুকে পড়ছে  নর্দমার নোংরা জল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মাস কমের পরীক্ষা হলেই ‘ব্যতিক্রমী’ ঘটনার সাক্ষী কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা


একদিনের টানা বৃষ্টি। তাতেই অবস্থা বেহাল। এলাকায় জমেছে হাঁটুজল। এলাকার প্রত্যেক ঘরে তো বটেই, এমনকী রাস্তার পানীয় জলের কলও নোংরা জলের তলায়। অভিযোগ, ৩ বছর ধরে এলাকায় কোনও কাজ হয়নি। নিকাশি ব্যবস্থার উন্নতিতে উদ্যোগ নেই পঞ্চায়েতের। এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জমা জলে এলাকায় আসতে পারছে না যানবাহন।   স্কুলে যেতে সমস্যায় ছাত্র-ছাত্রীরা।  ক্ষোভ বাড়ছে স্থানীয় মানুষের।


অন্যদিকে, ভরা কোটালে বাঁধ ভেঙে নদীর নোনাজল গ্রামের মধ্যে ঢুকে ঘর বাড়ি ও চাষের জমি ক্ষতি হয়েছে গঙ্গাসাগর থানা ধবলাট পঞ্চায়েতর মনসাতলা এলাকা।