ওয়েব ডেস্ক: শুধু কলকাতা কিংবা হাওড়াতেই নয়, গোটা রাজ্যজুড়েই অতিবৃষ্টির ফলে খারাপ অবস্থা হয়ে পড়েছে। কুঁয়ে নদীর জল বেড়ে বন্যা পরিস্থিতি এখন মুর্শিদাবাদে। কান্দি মহকুমার বড়ঞা,  ভরতপুর ও খড়গ্রামের ঝিল্লির পরিস্থিতি উদ্বেগজনক। ভরতপুরে প্রায় ৬টি গ্রাম ইতিমধ্যে জলের তলায়। ঝিল্লিতে ছোট নদীবাঁধ ঢুকে নীচু এলাকাগুলি ডুবে গেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ভারীবৃষ্টিতে জল থৈ থৈ পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ শিবির খুলেছে হাওড়া পুরসভা


বানভাসিদের উদ্ধার করে উঁচু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। যদিও, গ্রামবাসীদের অভিযোগ নৌকো ও অন্যান্ত ত্রাণ সামগ্রি পর্যাপ্ত নয়। ফলে অনেকেই ত্রাণ পাচ্ছেন না। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে বানভাসি সকলকেই উদ্ধার করা হবে।


আরও পড়ুন  সোমবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর