নিজস্ব প্রতিবেদন:  বিকল্প পথ খুঁজেও সুরাহা মিলল না বঙ্গ বিজেপির। অমিত শাহর হেলিকপ্টার অবতরণ নিয়ে জটিলতা অব্যাহত। শাহ-র হেলিকপ্টার নামানোয় ‘না’ বলল মালদার বেসরকারি হোটেল কর্তৃপক্ষ। আর তাতেই নতুন করে দানা বাঁধল বিতর্ক। রাজ্যের  বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে পদ্ম শিবির। তাঁদের অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায় যদি পারেন, অমিত শাহ কেন পারবেন না?” প্রথম বিকল্প কাজে না লাগায় এবার বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করছে পদ্ম শিবির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত,  সুপ্রিম কোর্টের নির্দেশের পর  রথযাত্রা করতে না পেরে, বিকল্প কর্মসূচি গ্রহণ করে বিজেপি। রাজ্যের ৫ জায়গায় অমিত শাহর সভার কথা রয়েছে। প্রথম সভাস্থল হিসাবেই বেছে নেওয়া হয় মালদাকে।  কিন্তু সভাস্থল বিতর্কের পর নতুন করে দানা বাঁধে হেলিপ্যাড বিতর্ক। অমিত শাহর হেলিকপ্টার নামার অনুমতি  দেয় না মালদা জেলা প্রশাসন। তাদের যুক্তি, মালদা বিমানবন্দরে সংস্কারের কাজ চলছে। সেক্ষেত্রে হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া হয়।  


আরও পড়ুন: মুখ ফসকে বেরিয়ে গেল বেফাঁস কথা! ব্রিগেডে মমতাকে অস্বস্তিতে ফেললেন একমাত্র এই হেভিওয়েট নেতা


মালদা জেলা বিজেপিকে মালদার অতিরিক্ত জেলাশাসক চিঠি দিয়ে জানিয়েছেন, বর্তমানে মালদা জেলার বিমানবন্দরটি 'আন সেভ ফর প্যাসেঞ্জার'। যদিও উত্তরবঙ্গের বিজেপি আহ্বায়ক রথীন্দ্রনাথ বোস সাংবাদিক বৈঠকে দাবি করেছেন, এর পিছনে চক্রান্ত রয়েছে। প্রশাসনের চিঠিতে চক্রান্তের গন্ধ পাচ্ছেন তিনি। সপ্তাহে ২দিন মালদা বিমানবন্দরে রাজ্য পরিবহন দপ্তরের যাত্রী পরিষেবার হেলিকপটার ওঠা-নামা করে। তবুও প্রশাসন কেন ওই বিমানবন্দরকে বিপজ্জনক বলে দাবি করছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শুধু তাই নয়, বিকল্প হেলিপ্যাডের ব্যবস্থাও প্রশাসন চিহ্নিত করেনি বলে অভিযোগ তাঁর। তাঁর দাবি, চক্রান্ত করেই মালদা বিমানবন্দরে হেলিপ্যাড তৈরির অনুমতি দেওয়া হয়নি।


যদিও তাতে দমেনি বিজেপি। মালদার বেসরকারি হোটেলেই অস্থায়ী হেলিপ্যাড করার প্রস্ততি শুরু করে তারা। মালদা থানার নারায়ণপুরে বেসরকারি এই হেলিপ্যাড তৈরি হবে বলে  প্রথমটায় ঠিক হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে হোটেল কর্তৃপক্ষ হেলিপ্যাড তৈরিতে ‘না’ করে দেয়।